ঢাকা, ২২ আগস্ট — আগামী বুধবার থেকে বাংলাদেশে সরকারি, আধা সরকারি, স্বশাসিত অফিসের সময় বদলে যাচ্ছে। অফিস শুরু হবে সকাল ৮টায়। বন্ধ হবে বিকেল ৩টের সময়।আজ বাংলাদেশ সরকারের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বিদ্যুৎ খরচ কমানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত। যাতে ওই সব অফিসে বাতি জ্বালাতে না হয়, দিনের আলো থাকতে থাকতে অফিসের কাজ শেষ করা যায়। সরকারি অফিসে লিফট এবং এসি ব্যবহারে আগেই কড়াকড়ি করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, ব্যাঙ্ক খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকাল ৪টে পর্যন্ত। এছাড়া সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহে দু’দিন বন্ধ থাকবে।বাংলাদেশে জ্বালানি সমস্যা দিন দিন সংকটের দিকে এগোচ্ছে বলে ওয়াকিবহাল মহলের খবর। সে দেশে বিদ্যুৎ উৎপাদনে মূল কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয় প্রাকৃতিক গ্যাস। এছাড়া আমদানি করা জ্বালানি তেলের একাংশ বিদ্যুৎ উৎপাদনে খরচ করা হয়।সম্প্রতি বাংলাদেশের আর্থিক পরিস্থিতি নিয়ে চিন্তা বেড়েছে বিদেশি মুদ্রার ভাণ্ডারে টান পড়ায়। পরিস্থিতির নিয়ন্ত্রণে সে দেশের সরকার রপ্তানিতে রাশ টেনেছ। বিদেশি মুদ্রার খরচ কমাতেই এই সিদ্ধান্ত। তার জেরে বিদ্যুৎ
উৎপাদনেও রাশ টানতে হয়েছে।সূত্রের খবর, শ্রীলঙ্কার পরিস্থিতি দেখার পর বাংলাদেশ সরকার আরও সতর্ক। কলম্বোর মতো পরিস্থিতি এড়াতে শেখ হাসিনা সরকার আগে ভাগেই আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের কাছে হাত পেতেছে। আইএমএফ প্রাথমিক সম্মতিও দিয়েছে। সূত্রের খবর, সাশ্রয় কর্মসূচি ঋণ পাওয়ার অন্যতম শর্ত।বিদ্যুৎ খরচ কমাতে মাস দেড়েক আগে থেকেই বাংলাদেশে রেশনিং ব্যবস্থা চালু হয়। পালা করে লোডশেডিং করে বিদ্যুৎ ব্যয় অনেকটাই কমিয়ে আনা হয়েছে। পাশাপাশি বড় বিপণী, বাজার ইত্যাদি রাত ৮টায় বন্ধ করার নির্দেশও জারি হয়। এবার সরকারি অফিসের সময় বদল করে বিদ্যুৎ খরচ আরও কমানোর সিদ্ধান্ত হল। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এ বৈঠক হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি বৈঠকে অংশ নেন।পরে সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বাংলাদেশে এখন সরকারি ও স্বায়ত্ত্বশাসিত অফিস চলে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।