• facebook
  • twitter
Friday, 27 September, 2024

নীতীশ কুমারের কনভয়ে হামলা, ছোড়া হল পাথর, ভাঙল গাড়ির কাচ

পাটনা, ২২ আগস্ট — বাঁচলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। আক্রান্ত বিহারের নয়া মুখ্যমন্ত্রী নীতীশ কুমার । পাথর ছুড়ে এবং লাঠি দিয়ে তাঁর কনভয়ে হামলা চালানো হল । যদিও সেই সময়ে গাড়িতে না থাকায় নীতীশ কুমার অক্ষত আছেন বলেই খবর। রবিবার বিকালে বিহারের নয়া মুখ্যমন্ত্রী জেডিইউ নেতা নীতীশ কুমারের কনভয়ে পাথর ছুড়তে শুরু করে একদল লোক।

stones pelted at bihar cm nitish-kumars convoy

পাটনা, ২২ আগস্ট — বাঁচলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। আক্রান্ত বিহারের নয়া মুখ্যমন্ত্রী নীতীশ কুমার । পাথর ছুড়ে এবং লাঠি দিয়ে তাঁর কনভয়ে হামলা চালানো হল । যদিও সেই সময়ে গাড়িতে না থাকায় নীতীশ কুমার অক্ষত আছেন বলেই খবর।

রবিবার বিকালে বিহারের নয়া মুখ্যমন্ত্রী জেডিইউ নেতা নীতীশ কুমারের কনভয়ে পাথর ছুড়তে শুরু করে একদল লোক।

আক্রমণের ঘটনার একাধিক ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে টুইটারে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, পাটনার একটি জনবহুল রাস্তা দিয়ে চলেছে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কনভয়। আর সেখানেই লাঠি হাতে চড়াও হয় একদল লোক। তারা কনভয় লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। সঙ্গে সঙ্গেই দাঁড়িয়ে পড়ে মুখ্যমন্ত্রীর কনভয়। তারপরেই আশপাশ থেকে আরও লোকজন ছুটে আসে। তারা গাড়ি লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। ভেঙে যায় গাড়ির কাচ। এগিয়ে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন মহিলারাও।