• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

নতুন গাড়ি- প্রনামও নিষিদ্ধ বিহারে, মন্ত্রীদের হাফ ডজন নির্দেশিকা তেজস্বীর

পাটনা, ২০ আগস্ট— বিজেপির সঙ্গ  ত্যাগ করে হাত ধরেছেন আরজেডি-কংগ্রেসের। বিহারে সরকার গড়েছেন নীতীশ কুমার। সেই সরকারে উপমুখ্যমন্ত্রী হয়েছেন লালুপ্রসাদ যাদবের ছোট ছেলে তেজস্বী যাদব । আর উপমুখ্যমন্রী হয়েই শুধু নতুন গাড়ি নয়, মন্ত্রীদের পায়ে হাত দিয়ে প্রণাম নিষিদ্ধ করলেন লালুপুত্র।আরজেডির মন্ত্রীদের সঙ্গে বৈঠক করে হাফ ডজন গাইডলাইন বেঁধে দিলেন তেজস্বী।  আরজেডির মন্ত্রীদের তেজস্বী জানিয়েছেন, কোনওভাবেই মন্ত্রীরা

পাটনা, ২০ আগস্ট— বিজেপির সঙ্গ  ত্যাগ করে হাত ধরেছেন আরজেডি-কংগ্রেসের। বিহারে সরকার গড়েছেন নীতীশ কুমার। সেই সরকারে উপমুখ্যমন্ত্রী হয়েছেন লালুপ্রসাদ যাদবের ছোট ছেলে তেজস্বী যাদব । আর উপমুখ্যমন্রী হয়েই শুধু নতুন গাড়ি নয়, মন্ত্রীদের পায়ে হাত দিয়ে প্রণাম নিষিদ্ধ করলেন লালুপুত্র।আরজেডির মন্ত্রীদের সঙ্গে বৈঠক করে হাফ ডজন গাইডলাইন বেঁধে দিলেন তেজস্বী। 

আরজেডির মন্ত্রীদের তেজস্বী জানিয়েছেন, কোনওভাবেই মন্ত্রীরা দফতরের দায়িত্ব নিয়ে নতুন গাড়ি কিনতে পারবেন না। যা গাড়ি আছে তা-ই ব্যবহার করতে হবে।

Advertisement

বয়সে বড় যদি কেউ এসে মন্ত্রীদের পা ছুঁয়ে প্রণাম করতে চান তা গ্রহণ করা যাবে না। হাতজোড় করে নমস্কার বা আদাব জানাতে হবে।

Advertisement

গরিব মানুষ কাজের জন্য এলে কখনওই জাতপাত দেখা যাবে না।

মন্ত্রীদের হাতে কেউ ফুলের তোড়া দিলে তাঁকে বই বা পেন দিতে হবে।

মন্ত্রীদের আচরণে যেন কোনও ভাবেই ঔদ্ধত্য প্রকাশ না পায়।

সংবাদমাধ্যমে মন্তব্য করার আগে দশবার ভেবে করতে হবে। অযথা যাতে বিতর্ক তৈরি না হয় বা সরকারের কাছে যেন বিড়ম্বনার কারণ না হয়।

Advertisement