• facebook
  • twitter
Friday, 22 November, 2024

কোচবিহারে শিক্ষিকা অপহরনে  তৃণমূল নেতার  গ্রেপ্তারি 

কোচবিহার ২০ আগস্ট —গত ২৫ জুলাই মাথআভাঙার জোটপাটকির এক স্কুল শিক্ষিকা স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়ে যান। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও না পেয়ে থানায় লিখিত অভিযোগ করেন।সেই স্কুল শিক্ষিকাকে অপহরণের  অভিযোগে গ্রেফতার  হলেন কোচবিহারের মাথাভাঙার যুব তৃণমূল  নেতা কামাল হোসেন। শিলিগুড়ির  হোটেল থেকে কোচবিহার পুলিশ গ্রেফতার করেছে কামালকে। ওই হোটেল থেকেই উদ্ধার করা হয় অপহৃত শিক্ষিকাকে।

কোচবিহার ২০ আগস্ট —গত ২৫ জুলাই মাথআভাঙার জোটপাটকির এক স্কুল শিক্ষিকা স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়ে যান। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও না পেয়ে থানায় লিখিত অভিযোগ করেন।সেই স্কুল শিক্ষিকাকে অপহরণের  অভিযোগে গ্রেফতার  হলেন কোচবিহারের মাথাভাঙার যুব তৃণমূল  নেতা কামাল হোসেন। শিলিগুড়ির  হোটেল থেকে কোচবিহার পুলিশ গ্রেফতার করেছে কামালকে। ওই হোটেল থেকেই উদ্ধার করা হয় অপহৃত শিক্ষিকাকে।

 পরিবারের আশঙ্কা ছিল স্থানীয় তৃণমূল নেতা নজরুল হকের ছেলে তথা যুব তৃণমূল নেতা কামাল ওই শিক্ষিকাকে অপহরণ করে নিয়ে গেছে। ওই শিক্ষিকার পরিবারকে জানায়, তাঁদের মেয়েকে লাগাতার হুমকি দিয়ে আসছিল কামাল হোসেন।