• facebook
  • twitter
Friday, 22 November, 2024

এবার সিবিআইয়ের রাডারে অনুব্রতকন্যা, এখানে হতে পারে জিজ্ঞাসাবাদ

বীরভূম, ১৪ আগস্ট– অনুব্রতকে গ্রেপ্তারের পর থেকেই কেন্দ্রীয় তদন্তকারীদের রাডারে বীরভূম জেলা তৃণমূল সভাপতির মেয়ের সংস্থা। কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, তদন্ত চলাকালীন অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলের নামে দু’টি সংস্থার হদিশ তাঁরা পেয়েছেন, যার নথিতে অন্যতম অংশীদার হিসাবে রয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে তদন্তকারী সংস্থার আধিকারিকরা। শোনা যাচ্ছে, বাড়িতে গিয়ে সুকন্যার সঙ্গে কথা বলতে পারে সিবিআই। সূত্রের

বীরভূম, ১৪ আগস্ট– অনুব্রতকে গ্রেপ্তারের পর থেকেই কেন্দ্রীয় তদন্তকারীদের রাডারে বীরভূম জেলা তৃণমূল সভাপতির মেয়ের সংস্থা। কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, তদন্ত চলাকালীন অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলের নামে দু’টি সংস্থার হদিশ তাঁরা পেয়েছেন, যার নথিতে অন্যতম অংশীদার হিসাবে রয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে তদন্তকারী সংস্থার আধিকারিকরা। শোনা যাচ্ছে, বাড়িতে গিয়ে সুকন্যার সঙ্গে কথা বলতে পারে সিবিআই।
সূত্রের খবর, সুকন্যার নামে থাকা একটি অ্যাগ্রো কেমিক্যাল সংস্থার ২৫ শতাংশ অংশীদার অনুব্রত, ৭৫ শতাংশ সুকন্যার। অভিযোগ, এই সংস্থার আড়ালে একাধিক রাইস মিলেরও হদিশ মিলেছে। যার মধ্যে ভোলেবোম-সহ তিন থেকে চারটি রাইসমিল রয়েছে। তদন্তকারীরা গোড়া থেকেই অনুমান করছিলেন, গরু পাচারের টাকার বড় অংশ এই ধরনের ব্যবসায় খাটানো হয়েছে অনেক আগেই। যার হদিশও তাঁরা পেয়েছেন বলে দাবি।