• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বাস-অটো মুখোমুখি সংঘর্ষে মৃত ৯

কৃষি কাজ সেরে অটোয় চেপে বাড়ি ফেরার পথে দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ৯ জনের।

dead body

কৃষি কাজ সেরে অটোয় চেপে বাড়ি ফেরার পথে দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ৯ জনের।

এঁরা সকলেই অটোর যাত্রী ছিলেন। অটোর চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে রামপুরহাট মহকুমা হাসপাতালে।

তাঁর অবস্থা আশঙ্কাজনক। মৃতদেহগুলিও উদ্ধার করে আনা হয়েছে রামপুরহাট মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য।

মঙ্গলবার ৯ আগস্ট বিকালের দিকে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট মহকুমার মল্লারপুর থানার তেলডা গ্রামের কাছে রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে।

মৃত কৃষি শ্রমিকদের সকলেরই বাড়ি রামপুরহাটের পারকান্দি গ্রামে। মৃতদের মধ্যে ১ জন পুরুষ ও ৮ জন মহিলা।

এলাকার মানুষ জানিয়েছেন, কৃষি কাজের জন্য শ্রমিকেরা অটো ভাড়া করে কাজে যান, আবার কাজ সেরে একইভাবে ফিরে আসেন।

এদিনও আদিবাসী সম্প্রদায়ের ওই ৯ জন কৃষি শ্রমিক বিকাল ৪ টা ১০ মিনিট নাগাদ সে ভাবেই কাজ সেরে জাতীয় সড়ক ধরে অটোয় চেপে বাড়ি ফিরছিলেন।

সেই সময় উল্টো দিক থেকে দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের ওই যাত্রীবাহী বাসটি দ্রুতগতিতে মালদহ থেকে দুর্গাপুর যাচ্ছিল।

জাতীয় সড়কে খানাখন্দ থাকায় অটোটি নিয়ন্ত্রণ রাখতে না পেরে যাত্রীবাহী বাসটির সামনে চলে আসে। বাসের চালক বাসের গতি নিয়ন্ত্রণ করার আগেই বাস অটো মুখোমুখি সংঘর্ষ ঘটে যায়।