• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। তার জেরে আগামী বৃহস্পতিবার পর্যন্ত কলকাতাসহ একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। তার জেরে আগামী বৃহস্পতিবার পর্যন্ত কলকাতাসহ একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

সোমবারের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় নিম্নচাপ যথেষ্ট শক্তিবৃদ্ধি করবে।

উপকূলবর্তী জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের সতর্ক করে দেওয়া হয়েছে।

যে মৎস্যজীবীরা সমুদ্রে রয়েছেন, তাঁদের দুর্যোগের আগেও ফিরে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এবছর গোটা রাজ্যেই বর্ষায় ঘাটতি ছিল।

সেই ঘাটতি এবার কিছুটা হলেও পূরণ হতে পারে নিম্নচাপের হাত ধরে। সাধারণত বর্ষায় নিম্নচাপ হলে বৃষ্টি বাড়ে।

তবে এবার বর্ষায় তেমন পরিস্থিতি ঘটেনি। ফলে বৃষ্টির ঘাটতি মেটাতে এবার নিম্নচাপের ওপরেই নির্ভর করতে হচ্ছে।

সোমবার সকালেই বঙ্গোপসাগরে নিম্নচাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। যা চব্বিশ ঘন্টায় আরও শক্তি বাড়িয়ে ফেলে।

আজ মঙ্গলবার থেকে ভারী বৃষ্টি হবে কলকাতার কিছু অংশ, দুই চব্বিশ পরগণা, ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ এবং আগামীকাল ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

তারপর নিম্নচাপটি ওড়িশা এবং ছত্রিশগড় হয়ে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোবে।