বিজেপির মধ্যপ্রদেশের ভােপাল লােকসভা কেন্দ্রের প্রার্থী প্রজ্ঞা ঠাকুর নাথুরাম গডসেকে একজন দেশপ্রেমিক আখ্যা দিয়েছেন।ইতিমধ্যেই নির্বাচন কমিশন প্রজ্ঞা ঠাকুরের নানান বিতর্কিত মন্তব্য নিয়ে বেশ কয়েকবার সতর্ক করলেও তিনি বিতর্কিত মন্তব্য করতে পিছপা হচ্ছেন না।সম্প্রতি চলচ্চিত্র অভিনেতা তথা রাজনীতিক কমল হাসান ‘নাথুরাম গডসেকে স্বাধীন ভারতের প্রথম হিন্দু সন্ত্রাসী হিসেবে আখ্যা’ দেওয়ার বিরুদ্ধে গেরুয়া বসনধারী প্রজ্ঞা ঠাকুর বৃহস্পতিবার নাথুরাম গ ডসেকে ‘দেশভক্ত ’ বলে আখ্যা দেন।তিনি বলেন,নাথুরাম ভবিষ্যতেও দেশভক্ত হিসেবেই গণ্য হবেন।
কিন্তু বিজেপি দলের পক্ষ থেকে প্রজ্ঞার বক্তব্যকে তার ব্যক্তিগত মত বলে উল্লেখ করা হয়েছে। এমনকী এমন বক্তব্যের জন্য প্রজ্ঞার ক্ষমা চাওয়া উচিত বলেও দলের পক্ষে জিভিএল নরসিংহ রাও দাবি করেছেন।
উল্লেখ্য ২০০৮ সালে মালেগাঁও বিস্ফোরণে ছয় ব্যক্তি নিহত হন এবং শতাধিক ব্যক্তি আহত হন। মালেগাঁও বিস্ফোরণে প্রধান অভিযুক্ত হিসেবে প্রজ্ঞার বিচার চলছে।