• facebook
  • twitter
Friday, 22 November, 2024

অলিম্পিকের আসরে ক্রিকেট!

এবারে মহিলা ক্রিকেট দলগুলি অংশ নিয়েছে। তবে এবারে অলিম্পিকের আসরেও ক্রিকেটকে নিযুক্ত করার ব্যাপারে আগ্রহ প্রকাশ অনেকে।

কমনওয়েলথ গেমসের আসরে প্রথমবার ক্রিকেট খেলা হচ্ছে টি-টোয়েন্টির আকারে। এবারে মহিলা ক্রিকেট দলগুলি অংশ নিয়েছে। তবে এবারে অলিম্পিকের আসরেও ক্রিকেটকে নিযুক্ত করার ব্যাপারে আগ্রহ প্রকাশ অনেকে।

আন্তর্জাতিক অলিম্পিক অ্যাসোসিয়েশনও এবারও ক্রিকেট নিযুক্ত করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।

খুব সম্ভবত ২০২৮ লস এঞ্জেলেস অলিম্পিক করছেন আসরে ক্রিকেটকে দেখা যেতে পারে এমনটাই ধরে নেওয়া হচ্ছে।

তবে এখনও পাকাপাকিভাবে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগামী বছরের মাঝখানের দিকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হবে মনে করা হচ্ছে।

বলে রাখা ভালো, শেষবার ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে ক্রিকেট দেখা গিয়েছিল। সেবারে গ্রেট ব্রিটেন এবং উদ্যোক্তাকারী দেশ ফ্রান্স অংশগ্রহণ করেছিল।

তবে যদি এই সিদ্ধান্ত আগামী বছর নেওয়া হয় তাহলে ২০২৮ সালের অলিম্পিকের আসরে পুরুষ ও মহিলা উভয় দলই ক্রিকেটের আসরে অংশ নেবেন বলে ধরে নেওয়া হচ্ছে।