ঝিরঝিরে বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না-২১ জুলাইয়ের কলকাতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় এসে ভিজতেই হবে আম নাগরিককে।
আপাতত এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আর মাত্র দু’দিন পরই ২১ জুলাই।
ধর্মতলায় সভামঞ্চে র প্রস্তুতিও চূড়ান্ত পর্যায় চলছে। ওইদিন ধর্মতলা মোড়ে লক্ষ লক্ষ মানুষ জড়ো হবেন। সারা রাজ্য থেকে লোকজন কলকাতায় আসবেন।
সেদিন যদি এরকম বৃষ্টি হয়, তাহলে কি অবস্থা হবে? সেদিনের আবহাওয়াই বা কেমন থাকবে?
সেই বিষয় জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সে দিক থেকে কোনও আশার বাণী শোনাতে পারেনি হাওয়া অফিস।
কারণ, জুলাইতেও একই রকম আবহাওয়া থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আপাতত এই রাজ্যের উপর কোনও নিম্নচাপ নেই। সেকারণে আগামী দু’থেকে তিনদিন ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
তবে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ ২১ জুলাই বৃষ্টির হাত থেকে নিস্তার পাওয়ার ক্ষীণ সম্ভাবনা রয়েছে।
শুধু তাই নয়, আগামী ৪-৫ দিন বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জন্যও পূর্বাভাস জারি করা হয়েছে। আরও একটু উত্তরবঙ্গের পাঁচটি জেলা।
অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে তিনদিন পর থেকে সেই বৃষ্টি কমে যাবে।