• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

হাইকোর্টকে আশ্বাস বিদ্যুৎ কর্মীদের বকেয়া ডিএ এসপ্তাহের মধ্যেই

সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থারের এজলাসে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের বকেয়া ডিএ নিয়ে মামলার শুনানি চলে। এই সপ্তাহে তা দেওয়া হতে পারে।

সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থারের এজলাসে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের বকেয়া ডিএ নিয়ে মামলার শুনানি চলে। এর আগেই বিদ্যুৎ দফতরের কর্মীদের বকেয়া মেটাতে বারবার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

এরপরও ডিএ না মেটানোয় সংস্থার উচ্চ পদস্থ কর্তাদের বেতনও আটকে দেওয়া হয়। তারপরও কোনও সুরাহা হয়নি।কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হয়নি।

এদিন বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ মতো এজলাসে হাজিরা দিলেন সংস্থার জেনারেল ম্যানেজার সহ অন্যান্য আধিকারিকরা।

আগামী শুক্রবার ফের এই মামলা রাখার আর্জি জানিয়েছেন রাজ্যের এডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তাঁর দাবি, আগামী শুক্রবারের মধ্যে সমাধান অনেকটাই হতে পারে।

উল্লেখ্য, মূলত রাজ্যের দুই বিদ্যুৎ সংস্থা নিয়েই এই মামলা। দুই সংস্থার আধিকারিকরা এদিন আদালতে হাজির হয়েছিলেন। গত মাসে বেতন পাননি শীর্ষ কর্তারা।

তা সত্ত্বেও এখনও বকেয়া মেটাতে পারেনি বিদ্যুৎ নিগম। এ দিন আদালতে উপস্থিত হয়ে জি এম সহ আধিকারিকরা দ্রুত অন্যান্য সমাধানের আশ্বাস দেন।