• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

জ্বলন্ত শ্রীলঙ্কার দায়িত্ব নিয়ে পারেন স্পিকার মাহিন্দা আবেয়াবর্ধনে

অগ্নিগর্ভ আর্থিক সঙ্কটে জেরবার শ্রীলঙ্কা। রীতিমত চলছে জনতার বিক্ষোভ। রাষ্ট্রপতি ভবন পর্যন্ত বিক্ষুব্ধ জনতার কবলে। পালিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে।

অগ্নিগর্ভ আর্থিক সঙ্কটে জেরবার শ্রীলঙ্কা। রীতিমত চলছে জনতার বিক্ষোভ। রাষ্ট্রপতি ভবন পর্যন্ত বিক্ষুব্ধ জনতার কবলে। পালিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে।

প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের গদিও টলমল। মনে করা হচ্ছে এমন অরাজক পরিস্থিতিতে দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্টের কুর্সিতে বসতে পারেন স্পিকার মাহিন্দা আবেয়াবর্ধনে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, আগামী ১৩ জুলাই প্রেসিডেন্ট পদ থেকে রাজাপক্ষে পদত্যাগ করলে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বভার গ্রহণ করতে পারেন স্পিকার।

উল্লেখ্য, ১৩ জুলাই প্রেসিডেন্ট পদে রাজাপক্ষে ইস্তফা দেবেন বলে সে কথা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আগেই জানিয়েছিলেন।

সূত্র মারফত জানা গিয়েছে, সর্বদলের অন্তর্বর্তী সরকার তৈরি করা হবে শ্রীলঙ্কায়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সাধারণ নির্বাচন করা হবে।

উল্লেখ্য, গত শুক্রবার থেকে শ্রীলঙ্কার পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়েছে। সরকার বিরোধী আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়তে থাকে।

একটা সময় প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। তার আগেই অবশ্য রাজাপক্ষেকে সরানো হয়। এই ঘটনার পর প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন জ্বালিয়ে দেন বিক্ষোভকারীরা।