• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

জিও, এয়ারটেলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এ বার আদানি নামছেন টেলিকম ব্যবসায়: রিপোর্ট

এ বার টেলিকম ব্যবসাতেও নেমে পড়ছে আদানি সংস্থা। মুকেশ অম্বানীর জিও, সুনীল ভারতী মিত্তলের এয়ারটেলকে পাল্লা দিতে এ বার দৌড়ে নামছেন গৌতম আদানি।

Adani.(photo:instagram)

এ বার টেলিকম ব্যবসাতেও নেমে পড়ছে আদানি সংস্থা। মুকেশ অম্বানীর জিও, সুনীল ভারতী মিত্তলের এয়ারটেলকে পাল্লা দিতে এ বার দৌড়ে নামছেন গৌতম আদানি।

সূত্রের খবর, ৫জি টেলিকম ব্যবসায় নামতে কোমর বাঁধছে আদানি।

সংবাদমাধ্যম সূত্রে খবর, গত ২৬ জুলাই ‘এয়ারওয়েভ’ নিলামে অংশ নিয়েছিল জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া

৫জি টেলিকম পরিষেবা দিতে আগ্রহী এই তিন টেলিকম সংস্থা ছাড়াও চতুর্থ একটি সংস্থা ছিল। সেটা আর কেউ নয়, গৌতম আদানির সংস্থা।

সূত্রের খবর, টেলিকম ব্যবসায় নামার জন্য ন্যাশনাল লং ডিসট্যান্স (এনএলডি) এবং ইন্টারন্যাশনাল লং ডিসট্যান্স (এনএলডি) লাইসেন্সও পেয়ে গিয়েছে আদানির সংস্থা। যদিও এ ব্যাপারে সংশ্লিষ্ট সংস্থা কোনও বিবৃতি দেয়নি।