• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

লাদাখে ঢোকার চেষ্টা চিনের যুদ্ধবিমানের, হুঁশিয়ারি দিল ভারতীয় বায়ুসেনা

সীমান্তে প্রায় ঘুরে ঘুরে করে চীন সৈনিকরা। এবার পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখার খুব কাছ দিয়ে চক্কর কেটেছে চিনের যুদ্ধবিমান।

Shutdown in Srinagar. (File Photo: IANS)

নানা ভাবে ভারতীয় সীমান্ত দখল করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে চীন। সে রাতের আঁধারে হোক বা চুপিসারে।

সীমান্তে প্রায় ঘুরে ঘুরে করে চীন সৈনিকরা। এবার পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখার খুব কাছ দিয়ে চক্কর কেটেছে চিনের যুদ্ধবিমান।

সীমান্তের খুব কাছ দিয়ে ঘোরাফেরা করতেও দেখা গেছে এয়ারক্রাফ্টটিকে। ভারতীয় নিয়ন্ত্রণাধীন এলাকার কাছে চিনা যুদ্ধবিমান দেখেই সজাগ হয়ে যায় ভারতীয় বায়ুসেনা।

তাদের রাডারেও ধরা পড়ে যুদ্ধবিমানের উপস্থিতি। নিয়ম ভেঙে আকাশসীমা লঙ্ঘন করায় চিনা বাহিনীকে হুঁশিয়ারি দিয়েছে ভারতীয় বায়ুসেনা।

সূত্রের খবর, জুন মাসের শেষ সপ্তাহে ভোর ৪টে নাগাদ ওই এলাকায় মোতায়েন করা ভারতীয় বাহিনীর চোখে পড়ে একটি চিনা ফাইটার এয়ারক্রাফ্ট সীমান্তের খুব কাছাকাছি উড়ছে।

সেনা সূত্র বলছে, পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছাকাছি এলাকায় চিন তাদের এস-৪০০ মিসাইল সিস্টেম বসিয়েছে। সেখানে যুদ্ধাস্ত্র ও যুদ্ধবিমানের মহড়া চলছে।

সেই মহড়াই ভারতীয় সীমান্তের দিকে চালনা করা হয়েছে। তবে বিষয়টি নজরে আসতেই দ্রুত তৎপর হয় ভারতীয় বায়ু সেনা। নিয়ম মেনেই ভারত পদক্ষেপ নেয়।