• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

৩ হাজার ছুঁইছুঁই রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ

গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল করোনা সংক্রমণ। কলকাতাকে ছাপিয়ে দৈনিক সংক্রমণের নিরিখে শুক্রবারও শীর্ষে উত্তর ২৪ পরগনা যা রীতিমত চিন্তার বিষয় স্বাস্থ্য দফতরের জন্য

A municipal worker walks past a graffitti of a youth wearing a facemak during a government-imposed nationwide lockdown as a preventive measure against the COVID-19 coronavirus, in Mumbai on May 4, 2020. (Photo by INDRANIL MUKHERJEE / AFP)

গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল সংক্রমণ। কলকাতাকে ছাপিয়ে দৈনিক সংক্রমণের নিরিখে শুক্রবারও শীর্ষে উত্তর ২৪ পরগনা।

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার রাজ্যে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৫০ জন। যা বৃহস্পতিবারের তুলনায় কিছুটা বেশি। কারণ, ওইদিন হয়েছিলেন ২ হাজার ৮৮৯ জন।

দৈনিক সংক্রমণের নিরিখে উত্তর ২৪ পরগনায় আক্রান্ত আক্রান্ত ৭৪০ জন। বৃহস্পতিবারও সংক্রমণের নিরিখে শীর্ষে ছিল দক্ষিণবঙ্গের এই জেলা।

তারপরই রয়েছে কলকাতা। ৭২৭ জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিশ। ২১৩ জন আক্রান্ত হওয়ায় তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা।

জেলাওয়াড়ি সংক্রমণের নিরিখে একেবারে শেষে রয়েছে ঝাড়গ্রাম। সেখানে আক্রান্ত ৭ জন। ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফে স্বাভাবিকভাবেই বাড়াচ্ছে উদ্বেগ।