• facebook
  • twitter
Sunday, 22 December, 2024

রাজ্য ব্যাডমিন্টন

রাজ্য ব্যাডমিন্টন সংস্থার পরিচালনায় অনুর্ধ্ব ১৭ ও ১৯ রাজ্য ব্যাডমিন্টন প্রতিযোগিতা হয়ে গেল সদ্য নির্মিত হরিনাভিতে স্টার ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে।

রাজ্য ব্যাডমিন্টন সংস্থার পরিচালনায় অনুর্ধ্ব ১৭ ও ১৯ রাজ্য ব্যাডমিন্টন প্রতিযোগিতা হয়ে গেল সদ্য নির্মিত হরিনাভিতে স্টার ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে।

অনুর্ধ্ব ১৭ প্রতিযোগিতায় ডাবলসে আদিত্য বর্মণ ও ঋতব্রত চক্রবর্তী এবং বালিকা বিভাগে মুসকান চ্যাটার্জি ও অহনা ধর জুটি চ্যাম্পিয়ন হয়েছে। অনুর্ধ্ব ১৭ মিক্সড ডাবলসে দেব মুখার্জি ও সমর্থ রাজগারিয়া সেরা হয়েছে।

বালক বিভাগে ডবলসে অঙ্কিত মণ্ডল ও আয়ুষ সরকার চ্যাম্পিয়ন হয়। মেয়েদের ডবলসে চ্যাম্পিয়ন হয়েছে সায়নী সরকার ও সাহেলী দাস।