গত ২৪ ঘণ্টায় রাজ্যের দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়াল ২৩০০-এর গন্ডি। চিন্তা বাড়াচ্ছে কলকাতা-সহ চারটি জেলা। এদিনে রাজ্যে ৩ জনের মৃত্যু হয়েছে।
বুধবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ২ হাজার ৩৫২।
বুধবার এই সংখ্যাটা ছিল দু’হাজারের নিচে। কলকাতায় করোনা আক্রান্ত হয়েছে ৮২৫ জন। যা গতকালের চেয়ে বেশি।
সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (৫৫২), তৃতীয় স্থানে থাকা দক্ষিণ ২৪ পরগনা (১৫৭), হুগলিতেও (১৪৬) বাড়ছে সংক্রমণ।
পশ্চিম বর্ধমানের সংক্রমণও সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে। একমাত্র কালিম্পংয়ে নতুন করোনা আক্রান্তের হদিশ মেলেনি।
অন্যদিকে, এতদিন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজের মধ্যের ব্যবধান কমানো হল।
এতদিন দ্বিতীয় ডোজের ৯ মাস পর বুস্টার ডোজ নেওয়া যেত। এবার সেই ব্যবধান কমিয়ে করা হল ৬ মাস।
রাজ্যের কোন হাসপাতালে কত শয্যা করোনার জন্য বরাদ্দ অথবা কোথায় কত চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী দরকার কিংবা অক্সিজেন ও ওষুধ মজুত আছে কিনা, তা জেলাগুলির কাছ থেকে জেনে নিল স্বাস্থ্যভবন।
স্বাস্থ্যদপ্তরের বক্তব্য, সংক্রমণ বাড়ছে সন্দেহ নেই। পজিটিভিটি রেটও ১৬ শতাংশের উপরে। কিন্তু হাসপাতালে ভরতি হচ্ছে না। বাড়িতে আইসোলেশনে থেকে সুস্থ হয়ে যাচ্ছেন অনেকে।