• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

গ্রুপ ডি নিয়োগে মামলাকারীকে সিবিআইয়ের তলব

সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এছাড়াও গ্রুপ ডি মামলায় অপর এক মামলাকারী হলেন সন্দীপ কুমার প্রসাদ।

গ্রুপ ডি মামলার তদন্ত চালাচ্ছে সিবিআই। কলকাতা হাইকোর্টের তরফে এই মামলার তদন্তভার পরে পাওয়ার মামলাকারীকেই তলব করল সিবিআই।

গ্রুপ ডি মামলার অন্যতম মামলাকারী লক্ষ্মী টুঙ্গাকে চলতি সপ্তাহে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআই এর তরফ থেকে।

সিবিআই মনে করছে মামলাকারীর কাছে কোন দুর্নীতির প্রমাণ থাকবে। সেই নথিপত্র প্রমাণ এবং তথ্য হিসেবে সংগ্রহ করার জন্যেই তলব মামলাকারীকে চলতি সপ্তাহে সমস্ত নথিপত্র সহ হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং তাঁর মামলার স্বপক্ষে যে সকল নথিপত্রগুলি রয়েছে সেগুলি সংগ্রহ সিবিআই করবে বলে জানা গেছে।

এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এছাড়াও গ্রুপ ডি মামলায় অপর এক মামলাকারী হলেন সন্দীপ কুমার প্রসাদ।

গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে এই নিয়ে এখনও পর্যন্ত দুটি মামলা করা হয়েছে। তবে তাদের মধ্যে একজনকেই নিজাম প্যালেসে এসে উপস্থিত হবার নির্দেশ দেওয়া হয়েছে।