• facebook
  • twitter
Thursday, 31 October, 2024

আইটি সেলের নেতা লস্কর জঙ্গি! বিজেপির সন্ত্রাস-যোগ নিয়ে নালিশ কংগ্রেস, তৃণমূলের

রিয়াজ় আখতারির সঙ্গে বিজেপি নেতার ছবি সামনে এসেছে। জম্মুতে গ্রামবাসীদের হাতে পাকড়াও হওয়া সশস্ত্র লস্কর জঙ্গি তালিব হুসেন বিজেপির আইটি সেলের নেতা বলে খবর।

উদয়পুর হত্যাকাণ্ডে অভিযুক্ত রিয়াজ় আখতারির সঙ্গে বিজেপি নেতার ছবি সামনে এসেছে। জম্মুতে গ্রামবাসীদের হাতে পাকড়াও হওয়া সশস্ত্র লস্কর জঙ্গি তালিব হুসেন বিজেপির আইটি সেলের নেতা বলে খবর।

এই দুই ঘটনাকে অস্ত্র করে নরেন্দ্র মোদী, অমিত শাহের দলের বিরুদ্ধে ময়দানে নেমে পড়েছে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস। বিজেপির সঙ্গে সন্ত্রাসবাদীদের যোগাযোগ নিয়ে যুব কংগ্রেস আজ দিল্লি জুড়ে ব্যানার ঝুলিয়ে প্রচারে নেমেছে।

রাজস্থানের উদয়পুরে খুন এবং জম্মু-কাশ্মীরের জঙ্গি গ্রেফতারের ঘটনায় বিজেপি-যোগ নিয়ে বিচারবিভাগীয় তদন্তের দাবি তুলেছে তৃণমূল।

 

বিজেপির জাতীয়তাবাদ যে ভুয়ো এবং তারা বরাবরই যে দেশবিরোধী শক্তির সঙ্গে হাত মেলাতে সচেষ্ট, তা এ বার স্পষ্ট বলে মত কংগ্রেসের।

দলের জনসংযোগ বিভাগের চেয়ারম্যান পবন খেরার প্রশ্ন, ‘‘বিজেপির এ কেমন মতাদর্শ, যেখানে পয়গম্বরকে অপমান করা নূপুর শর্মারও জায়গা হয়? আবার নূপুর শর্মার বক্তব্যকে সমর্থন করার জন্য কানহাইয়া লালকে খুনের অভিযোগে ধৃত রিয়াজ আখতারিরও জায়গা হয়?

একইসঙ্গে লস্কর জঙ্গি তালিব হুসেনও জায়গা পায়? একসময় দুই ধর্মের চরমপন্থী, হিন্দু মহাসভা ও মুসলিম লিগ কংগ্রেসের মতো জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে হাত মিলিয়েছিল। বিজেপি কি তা থেকে অনুপ্রাণিত?’’