• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

আমেরিকার স্বাধীনতা দিবসের গর্জে উঠলো বন্দুক, হামলায় নিহত ৬, আহত কমপক্ষে ২৪

আমেরিকায় ফের বন্দুকবাজের হানা। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হামলা চালাল ২২ বছরের এক বন্দুকবাজ। এলোপাথারি গুলিতে নিহত অন্তত ৬। জখম কমপক্ষে ২৪ জন।

Gun point. (File Photo: IANS)

আমেরিকায় ফের বন্দুকবাজের হানা। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হামলা চালাল ২২ বছরের এক বন্দুকবাজ। এলোপাথারি গুলিতে নিহত অন্তত ৬। জখম কমপক্ষে ২৪ জন। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তারা। গ্রেপ্তার হয়েছে হামলাকারীও।

কিন্তু কী কারণে গুলি চালায় সে, তা এখনও স্পষ্ট নয়। এ প্রসঙ্গে পুলিশের তরফেও কোনও বিবৃতি দেওয়া হয়নি।

৪ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস । স্বাভাবিকভাবে এই দিনটিতে নানা অনুষ্ঠানে মেতে উঠেছিল দেশবাসী।

শিকাগোর কাছে শহরতলি হাইল্যান্ড পার্কেও স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ চলছিল। দর্শক হিসেবে পার্কের বাইরে বহু লোক জড়ো হয়েছিলেন।

অনুষ্ঠান শুরুর কয়েক মুহূর্তের মধ্যে বদলে যায় সেখানকার ছবি। স্থানীয় একটি দোকানের ছাদ থেকে ছুটে আসে গুলি।

আচমকা এলোপাথারি গুলিতে জখম হয়ে মাটিতে পড়ে কাতরাতে থাকেন অনেকে। বাকিরা প্রাণ বাঁচাতে ছুটতে শুরু করেন। নিমেষে হুলুস্থুল বেঁধে যায় হাইল্যান্ড পার্ক চত্বরে।

শেষ পাওয়া খবর অনুযায়ী, ৬ জনকে মৃত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকি ২৪ জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাইল্যান্ড পার্কের পুলিশ। বন্দুকবাজকে তাড়া করে দ্রুত নিজেদের হেফাজতে নেয় তারা। শহরের পুলিশ প্রধান লো জগম্যান জানান, বন্দুকবাজকে হেফাজতে নেওয়া হয়েছে।

ধৃতের নাম রবার্ট ক্রিমো । বয়স ২২। এই ঘটনার জেরে স্বাধীনতা দিবস উপলক্ষে হাইল্যান্ড পার্কের সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

শহরের বাসিন্দাদের নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার কথাও জানিয়েছে পুলিশ। আপতাত হাইল্যান্ড পার্ক চত্বর এড়িয়ে চলার পরামর্শও দিয়েছে তারা।