করোনাভাইরাসের হালচাল গোড়া থেকে খেয়াল করলেই বোঝা যাবে বারে বারেই জিনের গঠন বিন্যাস বদলে ফেলেছে এই ভাইরাস।
সার্স-কভ-২ নামে যে ভাইরাস প্রজাতি বর্তমান বিশ্বে অতি মহামারীর কারণ তার রূপ, চেহারা ও স্বভাব এখন অনেকটাই পরিবর্তিত।
একদম শুরুতে যে ভাইরাল স্ট্রেন ছড়িয়ে পড়েছিল তার সঙ্গে বর্তমানের প্রজাতিদের মিল অল্পই। ভারতে করোনা থিতিয়ে এসেছে বলেই ধারণা করে হয়েছিল।
কিন্তু ইজরায়েলের এক বিজ্ঞানীর দাবিতে ফের নড়েচড়ে বসেছে দেশের স্বাস্থ্যমন্ত্রক। বিজ্ঞানীর দাবি, করোনার নতুন সংক্রামক প্রজাতি বিএ.২.৭৫ (BA.2.75) ছড়িয়ে পড়েছে ভারতে।
ইজরায়েলের শেবা মেডিক্য়াল সেন্টারের সেন্ট্রাল ভাইরোলজি ল্যাবরেটরির প্রধান ডা. শে ফ্লেইশন দাবি করেছেন, ভারত সহ বিশ্বের ৭টি দেশে ছড়িয়েছে বিএ.২.৭৫ ।
করোনার নতুন এই প্রজাতির ৮৫ টি জিনোম সিকুয়েন্স বা জিনের বিন্যাস খুঁজে পাওয়া গেছে বলে দাবি করেছেন তিনি। বিজ্ঞানীর বক্তব্য, ভারতের ১০টি রাজ্যে এই করোনার এই প্রজাতি ছড়িয়ে পড়েছে। খুব দ্রুত মানুষের শরীরে সংক্রমিত হতে পারে বিএ.২.৭৫।
বিজ্ঞানী যে পরিসংখ্যাণ তুলে ধরেছেন তাতে আছে পশ্চিমবঙ্গের নামও। তাঁর রিপোর্ট বলছে, এ বছর ২ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গে ১৩ জন, দিল্লি, জম্মু-কাশ্মীর এবং উত্তরপ্রদেশে এক জন করে, মহারাষ্ট্রে ২৭ জন, হরিয়ানায় ৬ জন, হিমাচলপ্রদেশে ৩ জন, কর্নাটকে ১০ জন, মধ্যপ্রদেশে ৫ জন এবং তেলঙ্গানায় ২ জনের মধ্যে করোনার এই নয়া ভ্যারিয়ান্টের সংক্রমণ ধরা পড়েছে।