• facebook
  • twitter
Wednesday, 27 November, 2024

গুরু পূর্ণিমা টক হবে কলকাতায়

এই ট্রাস্টের প্রাথমিক উদ্দেশ্য হল অধ্যয়ন ক্লাস , গ্রুপ ডিসকাশন এবং ওয়ার্কশপ, পাবলিক ডিসকোর্স ইত্যাদির মাধ্যমে বেদান্তের মূল্যবোধ ছড়িয়ে দেওয়া।

এল রামাস্বামী কলকাতায় গুরু পূর্ণিমা টক পরিচালনা করেছেন। রামস্বামী আন্তর্জাতিকভাবে প্রখ্যাত দার্শনিক এবং আধ্যাত্মিক গাইড স্বামী পার্থসারথির একজন সিনিয়র শিষ্য।

তিনি বেদান্ত একাডেমিতে বেদান্ত দর্শনের গভীর অধ্যয়ন ও গবেষণায় নিজেকে নিয়োজিত করেছেন। বেদান্ত ইনস্টিটিউট কলকাতার প্রধান ইভেন্ট কো – অর্ডিনেটর , একটি চ্যারিটেবল ট্রাস্ট।

এই ট্রাস্টের প্রাথমিক উদ্দেশ্য হল অধ্যয়ন ক্লাস , গ্রুপ ডিসকাশন এবং ওয়ার্কশপ, পাবলিক ডিসকোর্স ইত্যাদির মাধ্যমে বেদান্তের মূল্যবোধ ছড়িয়ে দেওয়া। আলোচনার দুটি অংশ থাকবে।