• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

বুজির দ্রুততম ২০ মিলিয়ন ডলারের সিড ভ্যালুয়েশন

প্রতিষ্ঠাতা বিবেকানন্দ বালিজেপল্লি দ্বারা ‘পানীয় জগতের ফেসবুক এবং আমাজন ' হিসাবে অভিহিত বুজি দেরিতে হলেও যথেষ্ট সঙ্গত কারণেই এখন সংবাদ শিরোনামে।

প্রতিষ্ঠাতা বিবেকানন্দ বালিজেপল্লি দ্বারা ‘পানীয় জগতের ফেসবুক এবং আমাজন ‘ হিসাবে অভিহিত বুজি দেরিতে হলেও যথেষ্ট সঙ্গত কারণেই এখন সংবাদ শিরোনামে।

বুজি ঝড়ের গতিতে পানীয় ডেলিভারি ব্যবস্থায় কলকাতার মধ্যে শীর্ষ স্থানে নিজের অবস্থান পাকা করে ফেলেছে। শহরের সমস্ত রাস্তায় কমলা জার্সিতে এর ডেলিভারি পার্টনারদের উজ্জ্বল উপস্থিতি যার স্বাক্ষ্য বহন করছে।

যা সহজেই স্থানীয় তথা সমগ্র বিশ্বের উদ্যোক্তাদের দৃষ্টি আকর্ষণ করেছে, যারা এরকম একটি স্টার্ট আপ সংস্থা তৈরির স্বপ্ন দেখছেন।

প্রাথমিক পর্যায়ে ১০০ কোটি টাকার মূল্যমান হাসিল করার কথাই যেখানে অশ্রুতপূর্ব , সেখানে বুজি ইতিমধ্যেই ১৫০ কোটি সিড ভ্যালুয়েশন সম্পূর্ণ করে ফেলেছে।

যা এদের সফল ব্যবসায়ী মডেল ও অভিনব কমার্স টু প্রোডাক্ট দৃষ্টিভঙ্গির ফসল ।