• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

নতুন গান তুই-য়ে মজছে এই প্রজন্ম   

রোদ কুড়োতে গিয়ে খুঁজে পাওয়া এক তুই-কে। এর পর শরীর-মন ছুঁয়ে লেগে থাকা সেই তুই-য়ের আদল জীবন জুড়ে। একটা গান। বাংলা গানের আধুনিক জগতে একটা নতুন হাওয়া।


রোদ কুড়োতে গিয়ে খুঁজে পাওয়া এক তুই-কে। এর পর শরীর-মন ছুঁয়ে লেগে থাকা সেই তুই-য়ের আদল জীবন জুড়ে। একটা গান। বাংলা গানের আধুনিক জগতে একটা নতুন হাওয়া।

দীপান্বিতা সেনগুপ্তর লেখায় সুর দিয়েছেন এবং সংগীত আয়োজন করেছেন প্রখ্যাত সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত। আর গেয়েছেন উদীয়মান শিল্পী সোমনাথ ওম।

Advertisement

এই গানের সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত, শুরু থেকেই গানটির জনপ্রিয়তা নিয়ে আশাবাদী। গায়ক সোমনাথ ওম ইতিমধ্যেই আরও তিনটি ভিন্ন স্বাদের নিজস্ব গান গেয়েছেন।

Advertisement

সবকটিই যথেষ্ট জনপ্রিয় হয়েছে। গীতিকার দীপান্বিতা সেনগুপ্তর আরও পাঁচটি ভিন্ন স্বাদের গান এর আগে মুক্তি পেয়েছে।

সেই গানগুলিও সমাদৃত এবং প্রশংসিত হয়েছে। গায়ক ও গীতিকারের আশা, এই গানটি কিছুদিনের মধ্যেই বিভিন্ন মিউজিক চ্যানেলে দেখা এবং শোনা যাবে।

অফ দ্য স্পেকট্রাম মিউজিক চ্যানেল থেকে রথের দিনে মুক্তি পেল এই গান। সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্তর আরও দুটি সুরারোপিত গান আসছে অফ দ্য স্পেকট্রাম মিউজিক চ্যানেলে।

Advertisement