• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

জিটিএ ভোটে জয়জয়কার অনিত থাপার

এই ফলাফল প্রকাশিত হতেই ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার অনিত থাপা বলেন , শান্তি বজায় রেখে পাহাড়কে এগিয়ে নিয়ে যাওয়াই তাদের প্রধান কাজ।

কোথাও ছিলো বৃষ্টি , কোথাও ঘন কুয়াশা। তারমধ্যেই বুধবার সকাল থেকে দার্জিলিং পাহাড়ের জিটিএ নির্বাচনের ভোট গণনা শুরু হয়।

ফলাফলে দেখা যায়, ৪৫ টি আসনের মধ্যে অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা পেয়েছে ২৭ টি আসন।

হামরো পার্টির দখলে গিয়েছে আটটি আসন।তৃণমুল পেয়েছে পাঁচটি আসন এবং নির্দল সহ অন্যরা পেয়েছে।পাঁচটি আসন।

এই ফলাফল প্রকাশিত হতেই ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার অনিত থাপা বলেন , শান্তি বজায় রেখে পাহাড়কে এগিয়ে নিয়ে যাওয়াই তাদের প্রধান কাজ।