দুই সাংসদ বাবুল সুপ্রিয় ও অর্জুন সিংহ দলবদল করায় লোকসভায় শক্তি খানিকটা কমে গিয়েছিল বিজেপির।
রবিবার উপনির্বাচনের ফলাফলে উত্তরপ্রদেশে এমন দু’টি আসন বিজেপি জিতেছে যেগুলি গত লোকসভা নির্বাচনে ছিল সমাজবাদী পার্টির দখলে।
আজমগড় ও রামপুর লোকসভা আসনের দখল নিল বিজেপি। এর ফলে বাংলার দুই সাংসদ চলে যাওয়ায় কমে যাওয়া সাংসদ সংখ্যা ফিরিয়ে দিল যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ।
সেখানে ৮০ আসনের মধ্যে বিজেপির দখলে ছিল ৬২ আসন। সেটা বেড়ে ৬৪ টি হল। অন্য দিকে সমাজবাদী পার্টি পাঁচ থেকে তিনে নেমে গেল।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিপুল জয় পেয়েছিল বিজেপি। ৩০৩ জন সাংসদ নিয়ে প্রধানমন্ত্রীর আসনে দ্বিতীয় বার বসেছিলেন নরেন্দ্র মোদী। কিন্তু সম্প্রতি সেই সংখ্যা কমে ৩০১ হয়ে যায়।
আসানসোলের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূলে যোগ দেন বাবুল। তিনি যেমন পরে বালিগঞ্জের বিধায়ক হয়েছেন তেমনই তাঁর ছেড়ে আসা আসানসোল থেকে সাংসদ হয়েছেন তৃণমূলের শত্রুঘ্ন সিন্হা।
আবার ব্যারাকপুরের অর্জুন এখনও খাতায়-কলমে বিজেপি সাংসদ থাকলেও তৃণমূলে ফিরে গিয়েছেন।
সেইক্ষতই পূরণ হয়ে গেল রবিবার। অর্জুনকে এখনও বিজেপি সাংসদ ধরলে লোকসভায় বিজেপির শক্তি হয়ে গেল ৩০৪।
দেশে মোট সাংসদ সংখ্যার ক্ষতপূরণ হলেও বাংলায় বিজেপি যে ধাক্কা খেয়েছে তা অবশ্য এখনও সামলাতে পারেনি গেরুয়া শিবির।