• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

বেলদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঠিকা শ্রমিকের মৃত্যু

শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে মঙ্গল হাঁসদা (২৬) নামে এক ঠিকা শ্রমিকের।

শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে মঙ্গল হাঁসদা (২৬) নামে এক ঠিকা শ্রমিকের।

তিনি এদিন অন্যান্য কর্মীদের সঙ্গে স্লাইডিং – এর কাজ করছিলেন। শনিবার কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

তাকে দ্রুত উদ্ধার করে বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।সেখানে তাকে দেখার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় বেলদা থানার পুলিশ। ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। তবে ঠিক কি কারণে ওই ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখার জন্য বেলদা থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

তাঁর বাড়ি কেশিয়াড়ির আমদা গ্রামে। বিদ্যুৎ পৃষ্ট হয়ে মঙ্গল হাঁসদার মৃত্যুসংবাদ তার বাড়িতে পৌঁছলে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।