• facebook
  • twitter
Wednesday, 27 November, 2024

ঠিকা সেনা দিয়ে তৈরি হবে বিজেপির ক্যাডার: মমতা

অগ্নিপথ নিয়ে সারা দেশে যখন আগুন জ্বলছে। কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়।

অগ্নিপথ নিয়ে সারা দেশে আগুন জ্বলছে। কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার তিনি বিধানসভায় বলেন, অগ্নিপথ প্রকল্প আসলে বিজেপির কেন্দ্রের ক্যাডার তৈরির চেষ্টা।

মুখ্যমন্ত্রীর দাবি, এই অগ্নিপথ প্রকল্পের ঘোষণা সেনা দফতর থেকে হয়নি, হয়েছে স্বরাষ্ট্র দফতর থেকে।

মুখ্যমন্ত্রীর প্রশ্ন, চার বছরের জন্য সেনা ট্রেনিং দেওয়ার পর তাদের চাকরি চলে গেলে, তারা কি কাঁচকলা খাবে? মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নিয়ে পরে সোচ্চার হয়েছেন বিজেপি বিধায়করা।

চলতি অধিবেশনে সোমবারই প্রথম বিধানসভা অধিবেশনে যোগদানের পরে অগ্নিপথ নিয়ে মুখ খুললেন মমতা।

তিনি যুক্তি দিয়ে বলেন, অগ্নিপথ প্রকল্পে যে চাকরি, তা আসলে সেনার চাকরি নয়। ঠিকা সেনা তৈরির মতো চাকরি। চার বছর পরে তাদের হাতে ললিপপ ধরিয়ে দেওয়া হবে।

কিন্তু ততদিনে ওই ঠিকা সেনারা বন্দুক চালানোর লাইসেন্স পেয়ে যাবেন। অগ্নিপথ’কে বন্দুকধারী বিজেপির ক্যাডার তৈরির একটা চেষ্টা বলে মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে বঙ্গ বিজেপির বিধায়করা এদিন সেনাবাহিনী নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, সেনার সম্বন্ধে মাননীয়া অসম্মানজনক মন্তব্য করেছেন।