দিল্লি- বিহারে এক মাওবাদী নেতার ৮৬ লাখ টাকার সম্পত্ত বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
এই ধরণের অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ‘বেআইনি অর্থ লেনদেন আইন’-এর আওতায় তল্লাশি চালাচ্ছে তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এদিন ‘বেআইনি অর্থ লেনদেন প্রতিরোধ আইন’ (পিএমএলএ)-এ সন্দীপ যাদব ও তাঁর পরিবার এবং সঙ্গী বদকা ভাইয়ের বাড়িতে তল্লাশি চালায়।
ইডির তরফে জানানো হয়েছে, যাদব বিহার-ঝাড়খন্ড স্পেশাল এরিয়া কমটির মধ্য জোনের দায়িত্বে রয়েছেন। এদিন তল্লাশি চালিয়ে ইডির অফিসারেরা তিনটি ফাঁকা জমির হদিশ পেয়েছেন।
বিহার-ঔরঙ্গাবাদে যাদব তিনিটি জমি তাঁর স্ত্রীর নামে কিনে নিয়েছিলেন। গয়ায় এরকম দুটি ফাঁকা জমি পড়ে আছে। ১০.৪৩ লাখ টাকা অগ্রিম দিয়ে যাদবের জামাই দিল্লির দিওয়ারকা এলাকায় একটি ফ্ল্যাট বুকিং করেছে বলে জানতে পেরেছে ইডি।
এছাড়া কয়েকটি গাড়ি এবং ব্যাঙ্কের আমানত বাজেয়াপ্ত করা হয়েছে। ইডি সূত্রের খবর, বাজেয়াপ্ত সম্পত্তির মোট মূল্য প্রায় ৮৬ লাখ টাকা।