লিভারপুল ইংলিশ প্রিমিয়ার ফুটবলে বর্ষশ্রেষ্ঠ ফুটবলার হলেন লিভারপুলের ভার্জিল ভ্যান ডিক। জুর্গেন ক্লপের দলের এই তারকা ফুটবলার ভ্যানদের বিভিন্ন দলের অধিনায়কদের এবং বিশেষজ্ঞদের একটি প্যানেলের ভােটে বর্ষশ্রেষ্ঠ ফুটবলার হয়েছেন।
২৭ বছর বয়সী এই সেন্টার ব্যাকই প্রথম ডিফেন্ডার যিনি এই পুরস্কার জিতলেন। ২০১১ – ১২ সালে ম্যান সিটির ভিনসেন্ট কোম্পানি বর্ষশ্রেষ্ঠ ফুটবলার হওয়ার পর রবিবার লিগের শেষ ম্যাচের আগে এই মরশুমে ভার্জিল লিভারপুলের হয়ে ৩৭টি লিগ ম্যাচ খেলেছে। লিভারপুল ২০টি ম্যাচে কোনও গােল খায়নি এবং ২৯টি ম্যাচ জিতেছে।
এই বছরই এপ্রিল মাসে পেশাদার ফুটবলার অ্যাসােসিয়েশনের বর্ষশ্রেষ্ঠ ফুটবলার হয়েছিলেন ভার্জিল ভ্যান ডিক। প্রিমিয়ার লিগের সরকারি ওয়েবসাইটে ভার্জিল বলেছেন, এটা একটা বিরাট সম্মান এবং গর্বিত লিভারপুলের প্রত্যেকের সহায়তা ছাড়াও এই পুরস্কার পাওয়া সম্ভব ছিল না তাই আমি প্রত্যেকেই এই পুরস্কারের জন্য কৃতিত্ব দিতে চাই।
ভার্জিল ভ্যান ডিক তাঁর দলেরই সতীর্থ মিশরের মহম্মদ সালাহ, স্যাডিও মেন, সার্জিও অ্যাগুয়েরাে, বারনার্ডো সিলভা, রহিম স্টারলিং এবং এডেন হ্যাজার্ডকে হারিয়ে এই পুরস্কার জিতেছেন।