মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আচার্য হওয়ার সিদ্ধান্ত কে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
রাজ্যপাল নয়, এবার থেকে বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য হবেন মুখ্যমন্ত্রী। রাজ্য মন্ত্রীসভায় এই সিদ্ধান্ত কে অনুমোদন দিয়েছে ইতিমধ্যেই।
তবে বিজেপির যে কোনও ভাবেই এই বিল কে মেনে নেবে না, তা স্পষ্ট করে দিয়ে বিধানসভা র সামনে দাঁড়িয়ে সাংবাদিক দের তা স্পষ্ট করে দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “উনার রাজনৈতিকভাবে রিটায়ারমেন্ট নেওয়ার সময় চলে এসেছে। উনি রিটারমেন্ট নিয়ে নেবেন, কিন্তু উনি আচার্য হতে পারবেন না।”
তিনি নিজে সাসপেন্ড থাকায় বিধানসভা ঢুকতে পারছেন না, তবু এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ বিরোধী দলনেতা।
তাঁর বক্তব্য, “এই বিলের বিরোধিতা করা হবে, রাজ্যপাল এই বিল দিল্লিতে পাঠাবেন। আচার্য বিল নিয়ে এক ইঞ্চি ও আপোষ করা হবে না।”