এবার বর্তমান কে খোঁচা প্রাক্তনের। ইতিমধ্যেই বাংলা থেকে দায়িত্ব কমিয়ে দিলীপ ঘোষকে ৮ টি রাজ্যর দায়িত্ব দিয়েছে বিজেপি।
বিজেপির ভিতরেই একাংশ দলের কেন্দ্রীয় নেতৃত্বের এই সিদ্ধান্তে খুশি। যা নিয়ে বর্তমান রাজ্য নেতৃত্বকে তীব্র কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।
নাম না করে সুকান্ত মজুমদার কে আক্রমণ করে এদিন তিনি বলেন, “তাদের ইচ্ছা পূর্ন হয়েছে। আমি তো বাংলার দায়িত্বে নেই। এবার পার্টিকে জিতিযে দেখান। ৪০ ভোট পেয়ে দেখান।”
ইতিমধ্যেই বঙ্গ বিজেপিতে দুই গোষ্ঠীতে বিভক্ত বলে রাজনৈতিক মহলের মত। বিশেষ করে সুকান্ত- দিলীপ গোষ্ঠীর মধ্যে দ্বিধাবিভক্ত মুরলীধর সেনলেন।
এখানেই শেষ নয়, এদিন সুকান্ত মজুমদারদের নাম না করে দিলীপ ঘোষ আরও বলেন, “৪০% ভোট পেলে ওদের কথা মেনে নেবো। না হলে ভাবব ওরাই তৃণমূলের সঙ্গে সেটিং করে আছে।”