• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

আমি বিরোধীদেরও বিধায়ক: বাবুল সুপ্রিয়

বিধায়ক হিসাবে শপথ নিয়ে নিজের পুরোনো দলকে একহাত নিলেন বাবুল সুপ্রিয়। বুধবার বালিগঞ্জ বিধানসভার বিধায়ক হিসাবে শপথ নেন তিনি।

বিধায়ক হিসাবে শপথ নিয়ে নিজের পুরোনো দলকে একহাত নিলেন বাবুল সুপ্রিয়। বুধবার বালিগঞ্জ বিধানসভার বিধায়ক হিসাবে শপথ নেন তিনি।

রাজ্যপালের নির্দেশে মতো তাকে শপথ বাক্য পাঠ করান ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। পরে সাংবাদিক দের মুখোমুখি হয়ে তিনি বলেন, “রাজনীতিতে কুৎসা করে ভোটে জেতা যায় না।”

রাজ্যের প্রাক্তন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এর মৃত্যুর পর এই আসনে বাবুল সুপ্রিয়কে প্রার্থী করে তৃণমূল।

তবে আসানসোলের বিজেপি সাংসদ থাকাকালীন বেশ কিছু বিষয় নিয়ে বিরোধীদের পাশাপাশি বাবুলের বিরুদ্ধে সরব হন দলেরই একাংশ, এমনকী তাঁর বিরুদ্ধে ” নো ভোট টু বাবুল” পোস্টারও পরে, যদিও শেষ পর্যন্ত জয়ী হন তিনি।

তবে তৃণমূলের হয়ে নির্বাচনে জিতলেও বিধায়ক হিসেবে তিনি যে বিরোধীদের গুরুত্ব দেবেন এবং তা স্পষ্ট করে দিয়ে বাবুল সুপ্রিয় বলেন ” যারা আমাকে ভোটে জেতাতে প্রচন্ড খেটেছেন, আমি যেমন তাদের বিধায়ক, পাশাপাশি যারা আমাকে হারাতে প্রাণপণ চেষ্টা করেছেন আমি তাদেরও বিধায়ক “।