• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মমতার আন্দোলন থেকে শিক্ষা নেওয়ার কথা বলে দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করলেন অমিত শাহ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি , কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমন বিরল ঘটনার দেখা মেলে না।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি , কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমন বিরল ঘটনার দেখা মেলে না। বঙ্গ সফরে এসে সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর নেতৃত্বাধীন সরকারকে কাঠগড়ায় তুলেছেন অমিত শাহ।

আবার সেই তিনি নতুন ভূমিকায় অবতীর্ণ হলেন দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে। দলীয় নেতাদের উজ্জীবিত করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদাহরণ হিসেবে তুলে ধরলেন।

এই প্রসঙ্গে অমিত শাহ বলেন, ‘মনোবল হারালে চলবে না। বিরোধী দলে থাকলে লড়াইটা লড়তে হবে । মমতা বন্দ্যোপাধ্যায়ও বহু লড়াই করেছেন।’

শুক্রবার নিউটাউনের এক অভিজাত হোটেলে দলের সাংগঠনিক বৈঠকে উপস্থিত হয়েছিলেন অমিত শাহ। সেখানেই দলীয় কর্মীদের উজ্জীবিত করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টান্ত তুলে ধরেন তিনি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, ‘সিপিএম ক্ষমতায় থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কেও লড়াই করতে হয়েছে। তিনি যখন লড়াই করে উঠে এসেছিলেন সিপিএমের হাতে কম মার খেতে হয়নি। আমিও অনেক লড়াই করেছি।’

যদিও এরপর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন মমতার দিকে। বলেছেন, ‘আগে সিপিএম যা করেছে মমতা এখন সেটাই করছেন। তাই বিরোধী দলে থাকলে লড়াইটা লড়তে হবে। মনোবল হারালে চলবে না।’