• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

ব্রিটেনের আদালতে তৃতীয়বারের জন্য জামিন খারিজ হল নীরব মোদির

তৃতীয়বারের জন্য জামিন খারিজ হল পিএনবি প্রতারণা কাণ্ডে অভিযুক্ত ভারত থেকে পলাতক হিরে ব্যবসায়ী নীরব মােদির। এক, দু'বার নয় এই নিয়ে তৃতীয়বার নীরব মােদির জামিন খারিজ করলাে ব্রিটিশ আদালত।

তৃতীয়বারের জন্য জামিন খারিজ হল পিএনবি প্রতারণা কাণ্ডে অভিযুক্ত ভারত থেকে পলাতক হিরে ব্যবসায়ী নীরব মােদির। এক, দু’বার নয় এই নিয়ে তৃতীয়বার নীরব মােদির জামিন খারিজ করলাে ব্রিটিশ আদালত।

৩০ মে নীরব মােদিকে ফের আদালতের সামনে হাজির থাকতে বলা হয়েছে। ব্যাঙ্ক প্রতারণা কাণ্ডে অভিযুক্ত নীরব মােদিকে যাতে কোনওভাবেই মুক্তি দেওয়া না হয় সেই বিষয়টি নিশ্চিত করতে ভারত থেকে লন্ডনে উড়ে যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির আধিকারিকরা।

ব্রিটিশ প্রশাসনের হাতে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে দেন ইডির আধিকারিকরা। বুধবার নীরব মােদির জামিনের বিরােধিতা করতে সেই তথ্যগুলি কাজে লেগেছে বলে মনে করছে ইডি। এর আগে দু’বার পলাতক হিরে ব্যবসায়ীর জামিন খারিজ করেছিল ব্রিটিশ আদালত।

অতীতে বাতিল হয়ে যাওয়া পাসপাের্ট নিয়ে নীরব মােদির বিদেশ সফরের অভিযােগ রয়েছে ব্রিটিশ পুলিশের কাছে। ইন্টারপােলের রেড কর্নার নােটিশ থাকা সত্ত্বেও তিনবার লন্ডনের বাইরে যান নীরব মােদি।

ভারতীয় তদন্তকারী সংস্থাগুলির আশঙ্কা, জামিন পেলে নীরব মােদি ফেরি ব্রিটেন থেকে পালাবার ছক কষতে পারেন। সে ক্ষেত্রে তিনি নাকালের বাইরে চলে যাবেন, তার হদিশ পাওয়া আরও সময়সাপেক্ষ এবং জটিল হয়ে যাবে।