• facebook
  • twitter
Friday, 1 November, 2024

দিল্লীতে এক মঞ্চে মোদী-মমতা

'বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট' উপস্থিত থাকার জন্যে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।প্রাথমিকভাবে সম্মতি দিলেও শেষ পর্যন্ত আসেননি তিনি।

নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের একাধিক ইস্যুতে সংঘাত নতুন কিছু নয়। আর এই সংঘাতের পরিবেশের মধ্যেই ফের আরও একবার মুখোমুখি হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’এ উপস্থিত থাকার জন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। প্রাথমিক ভাবে সম্মতি দিলেও শেষ পর্যন্ত আসেননি প্রধানমন্ত্রী। আর এর পরেই মুখোমুখি হতে পারেন দেশের ও রাজ্যের প্রশাসনিক প্রধান।

নবান্ন সূত্রে খবর আগামী শুক্রবার অর্থাৎ ২৯ এপ্রিল দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরের দিন অর্থাৎ ৩০ শে এপ্রিল মুখোমুখি হতে পারেন মোদি মমতা দেশের বিভিন্ন রাজ্যের হাইকোর্টের প্রধাণ বিচারপতিদের নিয়ে একটি সেমিনার হতে চলেছে দিল্লিতে।

আর এই ‘চিফ মিনিস্টার্স চিফ জাস্টিস’এর কনফারেন্স অন্ড জুডিশিয়ারি’ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গেই এই সম্মেলনে উপস্থিত থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানেই এক মঞ্চে দেখা যেতে পারে মোদী- মমতাকে।