• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

এক বিচারপতির বিরুদ্ধে প্রস্তাব আনা নিয়ে রণক্ষেত্র হাইকোর্ট

রণক্ষেত্র হয়ে উঠলো কলকাতা হাইকোর্ট।কলকাতা হাইকোর্টে চলছিল নদীয়ার হাঁসখালি ধর্ষণ নিয়ে মামলা। মামলার শুনানি ঘিরে আদালতের বাইরে তৈরি হল অগ্নিগর্ভ পরিস্থিতি।

কলকাতা হাইকোর্ট (Photo@Arnab Biswas/SNS Web)

রণক্ষেত্র হয়ে উঠলো কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার দুপুরে কলকাতা হাইকোর্টে চলছিল নদীয়ার হাঁসখালি ধর্ষণ নিয়ে মামলা। মামলার শুনানি ঘিরে আদালতের বাইরে তৈরি হল অগ্নিগর্ভ পরিস্থিতি। হাইকোর্টের এক বিচারপতির বিরুদ্ধে প্রস্তাব আনা নিয়ে অ্যাসোসিয়েশনের শাসক ও বিরোধী গোষ্ঠীর আইনজীবীরা হাতাহাতিতে।

এমনকি এক জন আইনজীবী অন্য জনের হাতে কামড়ে দেয় বলে অভিযোগ। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ যে, প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের কাছে ছুটতে হল আইনজীবী কল্লোল বসু কে।

মঙ্গলবার বার অ্যাসোসিয়েশনের সদস্যরা হাইকোর্টের এক বিচারপতির বিরুদ্ধে প্রস্তাব পাশ করাতে চাইলে তাতে অমত প্রকাশ করেন সংগঠনে সভাপতি আইনজীবী অরুণাভ ঘোষ। তা নিয়ে বাগবতণ্ডা, প্রথমে এরপর হাতাহাতিতে জড়ালেন দু’পক্ষের আইনজীবীরা।

প্রবল হট্টগোলের মধ্যে আইনজীবী কল্লোল বসু ছোটেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের কাছে। প্রধান বিচারপতির কাছে গিয়ে আবেদন করে জানান, আদালত প্রাঙ্গণে নজিরবিহীন পরিস্থিতির তৈরি হয়েছে’।

আরও পুলিশ মোতায়েন করার জন্য প্রধান বিচারপতিকে আবেদন করেন তিনি। প্রধান বিচারপতি থামতে বলেন তাঁদের। তখন প্রধান বিচারপতি জানান একটি গুরুত্ব মামলার শুনানি চলছে। যদিও বাইরে তখন আইনজীবীদের মধ্যে বচসা চলছে। প্রধান বিচারপতি শান্ত হওয়ার কথা বলেন।

উল্লেখ্য, ওই বিচারপতির বিরুদ্ধে সম্প্রতি প্রধান বিচারপতিকে চিঠি লিখে অভিযোগ করেছেন বার কাউন্সিলের সভাপতি তথা বিধায়ক অশোককুমার দে। একাধিক মামলায় বিচারপতির বেশ কিছু মন্তব্যের সমালোচনা করতে শোনা গিয়েছে আইনজীবীদের একাংশকে।

মঙ্গলবার এই ঘটনা প্রসঙ্গে আইনজীবী তথা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণাভ ঘোষ বলেন, ‘নির্দিষ্ট এক জন বিচারপতির বিরুদ্ধে প্রস্তাব পাশ করার চেষ্টা চলছে’। বর্ষীয়ান আইনজীবী অরুণাভ ঘোষ এর উপর নিগ্রহের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন অনেকেই।