শ্রমিকদের ন্যূনতম মজুরির হার বাড়াল রাজ্য সরকার। বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর।
সেখানে উল্লেখ রয়েছে, গোটা রাজ্যের কেন্দ্রীয় নারেগা প্রকল্পের অন্তর্ভুক্ত শ্রমিকদের ক্ষেত্রে ১ এপ্রিল থেকেই এই মজুরির হার কার্যকর করা হয়েছে।
এই নয়া হারের আওতায় অদক্ষ শ্রমিকের ন্যূনতম মজুরি ১০ টাকা করে বাড়ল। সেক্ষেত্রে অদক্ষ শ্রমিকের দৈনিক মজুরি ২১৩ টাকা থেকে বেড়ে দাঁড়াল ২২৩ টাকায়।
কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রকের অধিনস্ত ‘মহাত্মা গান্ধি ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট ২০০৫’ অর্থাৎ নারেগার এই প্রকল্পের অন্তর্ভুক্ত রাজ্যের শ্রমিকদের ক্ষেত্রে এই বর্ধিত মজুরির হার বেড়েছে।
নারেগার তথ্য অনুযায়ী জানা গিয়েছে, করোনা কালে ২০-২১ আর্থিক বর্ষে অদক্ষ শ্রমিকের মজুরির হার ছিল ২০৪ টাকা। তারপর ২১-২২ সালে সেই মজুরির হার ৯ টাকা বেড়ে হয়েছিল ২১৩ টাকা।