লােকসভা নির্বাচনের ফল ঘােষণার দুটি আগে বিরােধীদের সর্বদল বৈঠক হতে চলেছে ২১ মে। সেই বৈঠক নিয়ে আজ প্রাথমিক আলােচনা হয় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এবং কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির মধ্যে।
ভােট পরবর্তী মহাজোটের অবস্থান নিয়ে আলােচনা হবে বলে সূত্রের খবর। বুধবার তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে প্রচার করতে বাংলায় আসেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। এদিন তিনি ঝাড়গ্রাম লােকসভা আসনের তৃণমূল প্রার্থী বীরবাহা সােরেনের হয়ে প্রচার করেন।
সুত্রের খবর, ইতিমধ্যে লােকসভা নির্বাচনে পাঁচ দফা ভোট হয়ে গেছে। আজ নাইডু এবং গান্ধির মধ্যে ভােট পরবর্তী পরিস্থিতির সঙ্গে ভিভিপ্যাট, ভােটের হার এবং অন্ধপ্রদেশের বিধানসভা নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে।
সূত্রের খবর, অপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বাংলায় নির্বাচনী সভার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। বাংলায় তিনি বুধবার এবং বৃহস্পতিবার নির্বাচনী সভা করবেন।
২০১৪ সালে ৫৪৩টি লােকসভা আসনের মধ্যে বিজেপি পেয়েছিল ২৮২টি আসন। এবার ফল ঘােষণার আগেই মােদিকে জনগণ বাতিল করেছে বলে বলতে শুরু করেছে বিরােধীরা।