আমতার ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর বিচারের দাবিতে এবার সরাসরি আন্দোলনের ময়দানে নামলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।
শনিবার ধর্মতলায় অনশন অবস্থানে যোগ দিয়েছেন লোকসভায় কংগ্রেস দলনেতা।
এর আগে আমতায় আনিস খানের বাড়িতে গিয়ে তাঁর বাবা, দাদার সঙ্গে দেখা করে এসেছিলেন অধীরবাবু। ছিলেন আমতার প্রাক্তন বিধায়ক তথা প্রবীণ কংগ্রেস নেতা অসিত মিত্র।
এদিনও ধর্মতলার মঞ্চে রয়েছেন অসিত মিত্র নেপাল মাহাতোর মতো কংগ্রেস নেতারা। আনিস মৃত্যুর তদন্তে শুক্রবারই কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছে বিশেষ তদন্তকারী দল তথা সিট।
আদালত নির্দেশ দিয়েছে, ওই রিপোর্টের প্রতিলিপি আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের হাতেও তুলে দিতে হবে। তারপরই দেখা যায় সিটের সদস্যরা পৌঁছেছেন আমতার সারদা গ্রামে।
পেনড্রাইভ চাইলেও আনিসের পরিবার তা দেয়নি। সিটের এক কর্তাকে আনিসের বাবা বলেন, গেট আউট। খালি হাতেই ফিরতে হয় তাঁদের।
আসার সময়ে আনিসের পরিবারের হাতে একটি নোটিস ধরিয়ে এসেছেন তাঁরা। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৪ মার্চ। তার আগে এদিন রাস্তায় নামল কংগ্রেস।