আমতর নিহত ছাত্রনেতা আনিস খানের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ফুরফুরা শরিফের পীরজাদা কাশেম সিদ্দিকি। তিনি আনিসের বাবা সালেম খানকে আশ্বাস দিয়েছেন।
রাজ্যপালের সঙ্গে দেখা করাতে নিয়ে যাবেন। তারপর যখন সাংবাদিকরা প্রশ্ন করেন, মুখ্যমন্ত্রীর কাছে যাবেন না?
সেই প্রশ্নের জবাবেই বৃদ্ধ সালেম খান ক্ষোভের সঙ্গে জানিয়ে দেন, ‘দিদির সঙ্গে দেখা করতে যাচ্ছি না আমার ছেলেকে মার্ডার করা হয়েছে। কোথায় দিদি আমাদের সান্ত্বা দিতে আসবেন!
আমি দিদির কাছে যাব কেন? এদিনও আনিসের বাবা জানিয়ে দেন, এখনও তাঁরা সিবিআই তদন্তের দাবিতে অনড়।
তিনি এদিন বলেন, ‘আমরা চাই সিবিআই তদন্ত হোক। কোর্টের নজরদারিতে সিবিআই তদন্ত।’
আনিসের মৃত্যুর তদন্ত করছে বিশেষ তদন্তকারী দল তথা সিট। শুক্রবার আদালতে সিট তাদের তদন্ত রিপোর্ট জমা দিয়েছে। কিন্তু গোড়া থেকেই আনিসের পরিবারের সিটের তদন্তে খুশি নয়।
তাঁদের বক্তব্য, যে পুলিশ খুন করল, তারা কী ভাবে নিরপেক্ষ তদন্ত করবে? এ তো তদন্ত ঠান্ডা ঘরে পাঠানোর বন্দোবস্ত হচ্ছে।
গতকালও সিটের তদন্তকারীরা আনিসের বাড়িতে গিয়েছিলেন। একটি পেন ড্রাইভের জন্য তাঁরা আনিসের দাদার কাছে আকুতি জানান।
কিন্তু আনিসের দাদা সাবির স্পষ্ট জানিয়ে দেন, কোনও পেনড্রাইভ দেবেন না। সিটের সদস্যদের গেট আউট বলে বাড়ি থেকে কার্যত বের করে দিয়েছিলেন আনিসের বাবা।
এদিন জানিয়ে দিলেন, মুখ্যমন্ত্রীর কাছে তাঁরা যাবেন না এও বলেছেন, সোমবার পর্যন্ত তাঁরা দেখবেন। তারপর যা করার করবেন।