• facebook
  • twitter
Friday, 29 November, 2024

পকোড়া বিক্রির পক্ষে সওয়াল অমিত শাহের

দিল্লি- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর এবার পকোড়া বিক্রি করে রোজগারের পক্ষে সওয়াল করলেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আজ রাজ্যসভায় কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে তিনি বলেছেন, “বেকার বসে থাকার চেয়ে পকোড়া বিক্রি করে দিন গুজরান করা অনেক বেশি সম্মানের। এতে কারও মানহানি হয় না”। উল্লেখ্য, কয়েকদিন আগেই একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র

দিল্লি- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর এবার পকোড়া বিক্রি করে রোজগারের পক্ষে সওয়াল করলেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

আজ রাজ্যসভায় কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে তিনি বলেছেন, “বেকার বসে থাকার চেয়ে পকোড়া বিক্রি করে দিন গুজরান করা অনেক বেশি সম্মানের। এতে কারও মানহানি হয় না”।

উল্লেখ্য, কয়েকদিন আগেই একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, এই দপ্তরের বাইরে যিনি পকোড়া বিক্রি করে দিনে ২০০ টাকা বাড়ি নিয়ে যান সেটাও একটা পেশা। একটা কর্মসংস্থান। কোনো কাজই ছোটো নয়। মোদির এই মন্তব্যের পরই সমালোচনায় সরব হয়েছিল কংগ্রেস সহ বিরোধী দলগুলি।