• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ধর্মতলায় আশাকর্মীদের বিক্ষোভ

রাজ্যের আশাকর্মীদের মিছিলে উত্তপ্ত হয়ে ওঠে ধর্মতলা।এদিন সকাল থেকেই সুবোধ মল্লিক স্কোয়ারে জমা হতে শুরু করেন আশাকর্মীরা। হাতে পোস্টার, প্ল্যাকার্ড, ব্যানার।

Protesters, enraged crowd of people silhouette vector, angry mob

রাজ্যের আশাকর্মীদের মিছিলে উত্তপ্ত হয়ে ওঠে ধর্মতলা। এদিন সকাল থেকেই সুবোধ মল্লিক স্কোয়ারে জমা হতে শুরু করেন আশাকর্মীরা। হাতে পোস্টার, প্ল্যাকার্ড, ব্যানার।

দাবি, নূন্যতম বেতন ২১ হাজার করতে হবে। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করে ধর্মতলা আসেন তাঁরা। এই মিছিলের জেরে অবরুদ্ধ হয়ে যায় রানি রাসমণি রোড।

প্রায় ২৫ মিনিট রাস্তায় যান চলাচল বন্ধ থাকে। তাদের মূল দাবিগুলোর মধ্যে ছিল, তাঁদেরও স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে।

পাশাপাশি, নুন্যতম বেতন ২১ হাজার করতে হবে। একাধিক দাবি নিয়ে এদিনের প্রতিবাদ মিছিলে জড়ো হন কয়েকশো কর্মী।

তাঁরা আরও জানান, যতদিন তাঁদের দাবি মানা হবে না ততদিন এমন বিক্ষোভ চালাবেন তাঁরা। যেহেতু তাঁদের কোনও নির্দিষ্ট বেতন কাঠামো নেই, তাই একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে নিয়ে আসার দাবি জানানো হচ্ছে।

এর আগেও জেলা ভিত্তিক এমন প্রতিবাদে নেমেছেন তাঁরা। এক আশাকর্মীর কথায়, ‘করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছি আমরা।

কিন্তু আমরা লাঞ্ছিত হচ্ছি। আমরা মানসিক ও আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি।’

শুধু তাই নয়, তাঁদের দেওয়া রাজ্য সরকারের প্রতিশ্রুতিও মানা হয়নি বলে অভিযোগ।

পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমেতরা খাতুন বলেন, ‘আমরা ১৫ দফা দাবি নিয়ে পথে নেমেছি।

তার মধ্যে অন্তঃসত্ত্বাকালীন ছুটির সময়ও ৪৫ দিন থেকে ছয় মাস করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তা পূরণ করেনি।’