ফের বিমান দুর্ঘটনা– আমেরিকার পর এবার রাশিয়ায়। শেরেমেতিয়েভাে আর্ন্তজাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করার সময় আগুন লেগে যায় সুখােই সুপারজেট বিমানের শেষভাগে। কর্তৃপক্ষের তরফে জানানাে হয়েছে, এরােফ্লোট উড়ান সংস্থার যাত্রীবাহী বিমানটি উত্তর-পশ্চিম রাশিয়ার মারমানস্কে শহরের আর্ন্তজাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করার সময় বিমানের লেজের দিকে আগুন ধরে যায়। ঘটনায় ২ শিশু সহ ৪১ জনের মৃত্যু হয়েছে। টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, বিমানে শেষভাগ থেকে ঘন কালাে ধোঁয়া বেড়ােচ্ছে। তারপরে পুরাে বিমানে আগুন ধরে যায়। গুরুতর আহত ৬। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কি কারণে আগুন লাগল তা জানতে অসামরিক বিমানমন্ত্রক তদন্তের নির্দেশ দিয়েছে। দুর্ঘটনাগ্রস্থ বিমান থেকে ৩১ জনকে নামিয়ে আনা সম্ভব হয়েছে। বিমানসংস্থার তরফে জানানাে হয়েছে, বিমানটি উড়ান নেওয়ার পর যান্ত্রিক গােলােযােগ হওয়ায় দ্রুত বিমানটিকে অবতরণ করানাে হয়।