বিক্রমাদিত্য এয়ারক্রাফট কেরিয়ারে ব্যবহার করার জন্য রাফালে এম জেট পরীক্ষা করা হল। পাশাপাশি, ভারতীয় প্রযুক্তিতে তৈরি আইএসি ১ আইএনএস বিক্রান্তে মোতায়েন করা হবে। গোয়া উপত্যকায় পরীক্ষা করা হয়।
আইএনএস বিক্রগন্তের জন্য পারমাণবিক ক্ষমতাসম্পন্ন রাফায়েল-এম অর্থাৎ রাফায়েল জেটের মেরিন ভার্সনে আন্ডার ক্যারেজ, নোজ হুইল, অ্যারেস্টার ব্লক, মই রয়েছে।
ভারতীয় বায়ুসেনায় ব্যবহৃত রাফালের সঙ্গে রাফালে জেটের মেরিন ভার্সনে সামান্য পার্থক্য রয়েছে। রাফালে এম এয়ারক্র্যাফট কেরিয়ারে ব্যবহার করা যাবে।” রাফালে এম এয়ারক্র্যাফট হল এফ৪’র সমতুল্য রাফালে নাভাল ভার্সান।
আগামি ১৫ আগস্ট বিক্রান্ত নৌবাহিনীতে কাজ শুরু করবে। এক্ষেত্রে, রাফালে এম সঠিক নির্বাচিত হয়, তাহলে চার-পাঁচটা এয়ারক্র্যাফট লিজ নিতে পারে।
এই মুহুর্তে বিক্রমাদিত্য দুটো পুরোনো এমআইজি -২৯ স্কোয়াড্রন রয়েছে। ভারতীয় নৌবাহিনী গোয়ার আইএনএস হানসা থেকে এফ ১৮ পরীক্ষা করে দেখবে।