• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

‘স্বাধীনতা খর্ব হয়েছে শুভেন্দুর’, গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে মমতাকে আক্রমণ ধনখড়ের

বিজেপির ২০ জন বিধায়ক আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। তা নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ধনখড়।

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফের রাজ্যের সঙ্গে সংঘাতে রাজ্যপাল জগদীপ ধনখড়। পুরভোট চলাকালীন সল্টলেকে শুভেন্দু অধিকারীর বাড়ি ঘেরাওয়ের অভিযোগ বিধাননগর পুলিশের বিরুদ্ধে।

সেখানে বিজেপির ২০ জন বিধায়ক আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। তা নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন ধনখড়।

তাঁর বক্তব্য, ‘কোনও পরিস্থিতিতেই গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে আপস করা উচিত নয়।’ এদিকে কলকাতায় পুরভোট চলাকালীন সল্টলেকের বাড়িতে বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠক করেন শুভেন্দু।

সেই বৈঠক চলাকালীনই বিধাননগর পুলিশের বিরাট বাহিনী তাঁর বাড়ি ঘিরে ধরে বলে অভিযোগ। বিজেপির দাবি, উপর মহলের নির্দেশ রয়েছে, তাই বিজেপি বিধায়কদের বেরোতে দেওয়া যাবে না বলে জানায় পুলিশ।

তাতে দফায় দফায় জয়প্রকাশ নারায়ণ এবং বিজেপি কর্মীদের সঙ্গে বচসা এবং ধস্তাধস্তিও হয়। এমএলএ হস্টেলে বিজেপি বিধায়কদের আটকে রাখে পুলিশ। দ্বিতীয় হুগলি সেতুতে বাঁকুড়া থেকে আসা এক বিজেপি বিধায়ককে আটকে দেয় পুলিশ।