কলকাতার পুরভোটের জন্য বৃহস্পতিবার বেহালার জনসভায় জোর প্রচার চালাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই উলে বোনা দু’টি উত্তরীয়তে তৃণমুলের প্রতীক ও স্বস্তিক চিহ্নের উপহার দিতে এগিয়ে আসেন একজন তৃণমূলের সমর্থক।
নিরাপত্তারক্ষীরা তাকে আটকালেও সেই উপহার নিজের হাতে নিতে এগিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্য জনসভাতেই তিনি কাঁধে তৃণমুলের প্রতীক আঁকা নীল-সাদা উত্তরীয়টি কাঁধে তুলে নেন।
এটা আমার কাধে থাকুক। তৃণমূল কংগ্রেস স্বস্তিতে থাকুক। একসময় উল বুনতে ভালোবাসতেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সেই ভালোবাসা থেকেই এদিন উপহারটি হাতে নিয়ে বলেন, এটা ক্রুশ দিয়ে বোনা। কী সুন্দর করেছে। এগুলো শীতকালে মাঝে মাঝে পরা যাবে। মুখ্যমন্ত্রীর এহেন ব্যবহার দেখে আপ্লুত হন উপস্থিত জনতা।
গুণীর কদর করতে কুণ্ঠিত নন মমতা। তাই এদিন বাঘাযতীনের জনসভাতে গিয়েও বামফ্রন্টের ক্ষিতি গোস্বামীর কন্যা বসুন্ধরা গোস্বামীকে দরাজ হাতে সার্টিফিকেট দিয়েছেন মমতা।
৯২ নম্বর ওয়ার্ডে তৃণমূলের টিকিটে এবার প্রার্থী হয়েছেন ক্ষিতি-কন্যা। তার প্রশংসা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ও খুব ভালো মেয়ে। আমাদের হয়ে কাজ করছে। শুধু তাই নয়, কারা দফতরে চাকরি করত। মানুষের হয়ে কাজ করবে বলে, এই বয়সেই চাকরিটা ছেড়ে দিয়েছে।
বৃহস্পতিবার বেহালার সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন সারা কলকাতায় সব কমিউনিটি হলগুলোর একটাই নাম হবে ‘জয় হিন্দ’। ফুলবাগানের জনসভার পরে বৃহস্পতিবারও মমতা কমিউনিটি হল বুকিং এর ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার জন্য অনলাইন ব্যবস্থার দাওয়াই দেন।