• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

১৯ ফেব্রুয়ারি থেকে ফের অধিবেশন

নিজস্ব প্রতিনিধি- বিধানসভার চলতি বাজেট অধিবেশন শেষ হবে ৮ ফেব্রুয়ারি। নতুন করে আর এই বাজেটের মেয়াদ বাড়ছে না। ফের ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ থেকে বসতে চলেছে দফাওয়ারি বাজেট অধিবেশন। সোমবার বিধানসভায় পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখবর জানিয়ে বলেছেন, আগামী ১৭ ফেব্রুয়ারি থে অধিবেশন শুরু হবে। চলবে ৭ মার্চ পর্যন্ত। সোমবার বিরোধী দলগুলির দাবী ছিল বিধানসভার

ক্ষুব্বধ মুখ্যমন্ত্রী, কেন্দ্রকে চিঠি পাঠাচ্ছে রাজ্য

নিজস্ব প্রতিনিধি- বিধানসভার চলতি বাজেট অধিবেশন শেষ হবে ৮ ফেব্রুয়ারি। নতুন করে আর এই বাজেটের মেয়াদ বাড়ছে না। ফের ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ থেকে বসতে চলেছে দফাওয়ারি বাজেট অধিবেশন।

সোমবার বিধানসভায় পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখবর জানিয়ে বলেছেন, আগামী ১৭ ফেব্রুয়ারি থে অধিবেশন শুরু হবে। চলবে ৭ মার্চ পর্যন্ত। সোমবার বিরোধী দলগুলির দাবী ছিল বিধানসভার বাজেট অধিবেশনের মেয়াদ আরও দুদিন বৃদ্ধি করা হোক। কিন্তু সেই দাবী মানতে চাইছেন না শাসক দল।

বিরোধীরা চেয়েছিলেন, অধিবেশন চলাকালীন স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে। এব্যপারে প্রয়োজনীয় উদ্যোগও নিয়েছিলেন তারা। তবে নিয়মানুযায়ী চোদ্দ দিনের অধিবেশন চললে স্পিকারের বিরুদ্ধে অনাস্থার প্রস্তাব আনা যায়। কিন্তু সরকার কোনওমতেই বিধানসভার চলতি অধিবেশনের মেয়াদ ১৪ দিন করতে নারাজ।