ভয়াবহ কম্পনের জেরে দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সময় গতকাল রাত তিনটের সময় প্রবল কম্পন অনুভূত হয়। কম্পনের মাত্রা ৭.৩ রিখটার স্কেল। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে, ফ্লোরেস সাগরের ৭৬ কিলোমিটার গভীরে কম্পনের উৎপত্তিস্থল।
দেশের যে জায়গা গুলোয় ভূ-কম্পন অনুভূত হয়েছে, সেখানে কোনও ক্ষয়ক্ষতি না হলেও প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ‘হঠাৎ কম্পন অনুভূত হল। সেই মুহুর্তটা বর্ণনা করা অসম্ভব। এখন আতঙ্কিত। সুনামির আশঙ্কায় সকলে উদ্বিগ্ন’।
প্রশাসনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, মানগ্লারাইয়ে একজন জখম হয়েছেন। সেলায়ার দ্বীপে একটি স্কুল বাড়ি ভেঙে পড়েছে। ২০১৮ সালে প্রবল ভূমিকম্পের পরই ইন্দোনেশিয়ায় আছড়ে পড়েছিল সুনামির প্রাচীর সমান উঁচু ঢেউ। ওই সময় ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৫ রিখটার স্কেল।