জেনারেল বিপিন রাওয়াত
জন্ম : ১৬ মার্চ, ১৯৫৮
সেনায় যোগদান
ডিসেম্বর, ১৯৭৮
পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান
জানুয়ারি, ২০১৬
সহকারী সেনাপ্রধান
সেপ্টেম্বর, ২০১৬
সেনাপ্রধান
ডিসেম্বর, ২০১৬
সেনা সর্বাধিনায়ক
১ জানুয়ারি, ২০২০
প্রয়াণ
৮ ডিসেম্বর, ২০২১
ভারতীয় বায়ুসেনার তরফে সস্ত্রীক চিফ অফ দ্য ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত সহ ১২ জনের প্রয়াণের খবর ঘোষণা করা হয়েছে। বুধবার ভোর দুপুরে গভীর জঙ্গলের মধ্যে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার এমআই-১৭ ভি ৫ হেলিকপ্টার। চিফ অফ দ্য ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, স্ত্রী মধুলিকা রাওয়াত সহ ১৪ জন ওই হেলিকপ্টারে ছিলেন।
কপ্টারের মধ্যে সস্ত্রীক বিপিন রাওয়াত সহ নায়েক গুরসেবক সিং, নায়েক জিতেন্দ্র কুমার, ব্রিগেডিয়ার এল এস লিড্ডর, হাবিলদার সংপাল, ল্যান্সনায়েক বিবেক কুমার, বি সাই তেজা ও লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং হেলিকপ্টারের মধ্যে ছিলেন।
বুধবার চিফ অফ দ্য ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত কোয়েম্বাটুরের সুলুরের ভারতীয় বায়ুসেনা ঘাঁটি থেকে কুন্নুরের ওয়েলিংটন ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর ডিফেন্স সার্ভিস কলেজের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।
ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ‘গুরুতর জখম অবস্থায় সিডিএস’কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তার চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়। তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতেরও চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়। ওয়েলিংটনে মিলিটারি হাসপাতালে গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং চিকিৎসাধীন রয়েছেন’।
ভারতীয় বায়ুসেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ‘এক দুর্ভাগ্যজনক হেলিকপ্টার দুর্ঘটনায় সস্ত্রীক জেনারেল বিপিন রাওয়াত সহ ১১ জন শহিদ হয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চিফ অফ দ্য ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।
তামিলনাড়ু -কর্নাটক সীমান্তে নীলগিরিতে গভীর জঙ্গলের মধ্যে হেলিকপ্টারটি ভেঙে পড়ে। দুপুর ১২ টা ৪০ মিনিট নাগাদ জঙ্গলে ঘেরা দুর্গম পাহাড়ি এলাকায় বায়ুসেনার হেলিকপ্টারটি ভেঙে পড়ে আগুন লেগে যায়। উইং কম্যান্ডার পৃথ্বী সিং চৌহান এমআই -১৭ ভি ৫’র পাইলট ছিলেন।
তবে কি কারণে দুর্ঘটনাটি হল তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ৪ জনের ঝলসে যাওয়া দেহ উদ্ধার করা হয়েছে। আহত ৩ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
হাসপাতালে ভর্তি ৮ জনের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। ৩ জনের শরীরের ৮৫ শতাংশ পুড়ে গেছে। উদ্ধার কাজ চলছে। কুন্নুরের জঙ্গলে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার দুর্ঘটনা সম্পর্কিত যাবতীয় তথ্য প্রধানমন্ত্রী মোদিকে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
ভারতীয় বায়ুসেনার তরফে টুইট করে জানানো হয়েছে, ‘কুন্নুরের নিকটবর্তী গভীর জঙ্গলে এমআই-১৭ হেলিকপ্টারটি ভেঙে পড়ে। চিফ অফ দ্য ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ওই হেলিকপ্টারে ছিলেন। দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সেনা কর্তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় সেনা আধিকারিকরা দুর্ঘটনাস্থলে পৌছেছেন। স্থানীয় গ্রামবাসীরা জঙ্গল থেকে দেহগুলি উদ্ধার করছে। চিফ অফ দ্য ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত সহ ভারতীয় সেনার আধিকারিকদের নিয়ে এমআই-১৭ ভি ৫’র ভেঙে পড়ার কারণ কী হতে পারে তা নিয়ে খুব স্পষ্ট করে জানা না গেলেও এমআই-১৭ ভি ৫’র প্রাক্তন পাইলট জানিয়েছেন, পাহাড়ের ওপর খারাপ আবহাওয়া বা যান্ত্রিক গোলোযোগের কারণে হেলিকপ্টার ভেঙে পড়তে পারে সামগ্রিক পরিস্থিতির ওপর নজর রাখছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দুপুরে কংগ্রেস নেতা রাহুল গান্ধি টুইট করে লিখেছেন, ‘দুর্ভাগ্যজনক ঘটনা।
বায়ুসেনার হেলিকপ্টার দুর্ঘটনার শিকার সেনাবাহিনীর চিফ অফ দ্য ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ও তার স্ত্রী সহ অন্যান্যদের দ্রুত আরোগ্য কামনা করি’। যদিও শেষ রক্ষা হল না। পরে তিনি টুইট করে গভীর শোক প্রকাশ করেছেন।
বুধবার বেলা ১২ টা ৪০ নাগাদ তামিলনাড়ুতে নীলগিরি পাহাড়ের উপরে বিপিন রাওয়াতকে নিয়ে ভেঙে পড়ে সেনার হেলিকপ্টার! চিফ অফ ডিফেন্স স্টাফ অর্থাৎ প্রতিরক্ষা প্রমুখ বিপিন রাওয়াত ছাড়াও এমআই সিরিজের ১৭ ভি-৫ কপ্টারে ছিলেন তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত এবং প্রতিরক্ষা মন্ত্রকের একাধিক উচ্চপদস্থ আধিকারিক।
২০১৯ সালে দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে নিযুক্ত হয়েছিলেন বিপিন প্রধান। ওই বছর থেকেই প্রথম ওই পদের সূচনা হয় ভারতীয় সেনাবাহিনীতে। বায়ুসেনা জানিয়েছে, তামিলনাড়ু কোয়েম্বর ও সুলুরের মাঝামাঝি কুন্নুর এলাকায় এই ঘটনা ঘটেছে। সুলুর থেকেই উড়েছিল চপারটি, যাচ্ছিল ওয়েলিংটন সেনাঘাঁটির দিকে। ঘটনাস্থলে চলছে উদ্ধার কাজ।
বিপিন রাওয়াত সহ বাকি আহতদের ইতিমধ্যেই পাঠানো হয়েছে হাসপাতালে। বিপিনের স্ত্রী মধুলিকার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। সস্ত্রীক বিপিন রাওয়াত সহ কপ্টারে ছিলেন ব্রিগেডিয়ার এল এস লিড্ডার, এসএম, ভিএসএম লেফটেনেন্ট কর্নেল হরজিন্দর সিং, নায়েক গুরুসেবক সিং, নায়েক জিতেন্দ্র কুমার, ল্যান্স নায়েক বিবেক কুমার, ল্যান্স নায়েক বি সাই তেজা, হাবিলদর সতপালএছাড়াও ছিলেন আরও ৫ জন ত্রু সদস্য।
যেখানে বিমানটি ভেঙে পড়েছে, সেই জায়গাটিতে ঘন জঙ্গল রয়েছে। এর ফলে উদ্ধারকাজ চালানো অত্যন্ত কঠিন হচ্ছে বলে জানিয়েছে বায়ুসেনা।